শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০০:০০

বাড়িতে যতই পড়ি, বিদ্যালয়ের মতো না
কামরুজ্জামান টুটুল ॥

বাড়িতে যতই পড়ি, বিদ্যালয়ের মতো পড়া হয় না। বিদ্যালয় খোলা থাকলে ক্লাসে পড়া দেবার চাপে বাড়িতে পড়তেই হয়। সেটা এখন আর হয় না। এভাবে বাড়িতে আর ভালো লাগে না। সারাক্ষণ মনটা ছটফট করে কবে স্কুলে যেতে পারবো। কবে আবার ভালো করে পড়ালেখায় মনোনিবেশ করতে পারবো। কবে বিদ্যালয়ে মাঠে খেলতে নামবো, কবে স্যারদেরকে দেখতে পাবো। চাঁদপুর কণ্ঠের বিশেষ আয়োজন ‘স্কুলে ফিরতে শিক্ষার্থীদের ব্যাকুলতা’ শিরোনামে সাক্ষাৎকার পর্বে উপরোক্ত কথাগুলো বলেন হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রোকনুজ্জামান অয়ন।

অয়ন বলেন, অনলাইনে ক্লাস করি, অনলাইনে প্রাইভেট পড়ি। কিন্তু বাস্তবতার মতো এতো মজা পাই না। অনেক স্যারের চেহারার কথা মনে নেই। স্যারেরা সামনাসামনি বসে যেভাবে পড়ান, পড়া আদায় করেন, না পারলে আবারো পড়া দিয়ে দেন, এগুলো থেকে প্রায় পৌনে ২ বছর বঞ্চিত। সবাই ঘুরতে যায়, অফিসে যায়, বেড়াতে যায়, কিন্তু আমরা বিদ্যালয়ে যেতে পারিনি।

অয়ন আরো বলেন, সবচে’ মজার বিষয় ৬ষ্ঠ শ্রেণির নতুন ড্রেস, স্কাউট ড্রেস, ৭ম শ্রেণীর নতুন ড্রেস, স্কাউট ড্রেস নতুন বানানো হয়েছে। কিন্তু দুই মাস পরে পরতে পারিনি। সব ক’টি ছোট হয়ে গেছে। এখন হয়তো বিদ্যালয় খুললে নতুন ড্রেস বানানো লাগবে। তবে স্কুল ব্যাগটা মা পলিথিনে মুড়িয়ে রাখায় ভালো আছে।

অ্যাসাইনমেন্টের বিষয়ে রোকনুজ্জামান অয়ন বলেন, ৭ম শ্রেণিতে এখন আমাদের দ্বাদশ অ্যাসাইনমেন্ট চলমান রয়েছে। জমা দেওয়া অ্যাসাইনমেন্টগুলোর ফলাফল কী তা জানতে পারিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়