প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০০:০০
বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের কাছে বড় দুটি উন্নয়ন কাজের দাবি জানিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি ইলিশের বাড়ি চাঁদপুরে তাঁকে স্বাগত জানিয়ে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান। তিনি প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি এই মাটির সন্তান। মতলব উত্তর আপনার পৈত্রিক নিবাস। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিও এই জেলার সন্তান। টানা তিন মেয়াদে তিনি আমাদের সদর আসনের সংসদ সদস্য। তাঁর হাত ধরে চাঁদপুর সদর ও হাইমচরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের বিস্তৃতি তাঁর নির্বাচনী এলাকার বাইরেও দৃষ্টান্ত হয়ে আছে। এখন তাঁর সাথে আমরা আপনাকেও পেলাম। আপনাদের দু’জনের সমন্বিত উদ্যোগে চাঁদপুরে আরো ব্যাপক উন্নয়ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি।
মেয়র জুয়েল প্রতিমন্ত্রীর কাছে প্রথমেই তুলে ধরেন চাঁদপুর শহর রক্ষায় স্থায়ী বাঁধের বিষয়টি। এ প্রসঙ্গে মেয়র বলেন, চাঁদপুর পৌরসভা শত বছরের ঊর্ধ্ব বয়সী পৌরসভা। আর এই শহর হাজার বছরের পুরানো শহর। এতো পুরোনো এবং ঐতিহ্যের এই শহরকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করতে হলে শহর রক্ষা বাঁধকে স্থায়ী এবং টেকসই বাঁধ দিতে হবে। এর জন্যে আমাদের স্থানীয় সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি যে একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দিয়ে রেখেছেন সেটি দ্রুত বাস্তবায়ন হওয়ার ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি।
মেয়রের দ্বিতীয় দাবিটি ছিলো লালমাই-চাঁদপুর সড়ক ফোর লেন করা। এ প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা থেকে লালমাই পর্যন্ত সড়ক ফোর লেন করা আছে। আর এটি বর্তমান সরকারের সময়েই কিছুদিন আগে সম্পন্ন হয়েছে। তাই আমার দাবি হচ্ছে- লালমাই থেকে চাঁদপুর পর্যন্ত (ফরিদগঞ্জ রূটে চাঁদপুর সীমানা পর্যন্ত) সড়কটিও যেনো ফোর লেন করা হয়। এটি হলে এই অঞ্চলের চেহারাই চ্যাঞ্জ হয়ে যাবে। চাঁদপুর তো এমনিতেই বিনিয়োগের দিক থেকে বাংলাদেশের মধ্যে অন্যতম উপযোগী একটা অঞ্চল, সে সাথে সড়ক পথটি যদি ফোর লেনের হয়ে যায়, তখন এর আমূল পরিবর্তন হয়ে যাবে। তখন স্থানীয় এবং বিদেশী বিনিয়োগকারীরা এই জেলায় বড় ধরনের অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে এগিয়ে আসবে।
প্রতিমন্ত্রী শামসুল আলম মেয়রের এই দাবি দুটো বেশ গুরুত্বের সাথে নোট করেন এবং এগুলো নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন বলে জানান। একই সাথে তিনি বলেন, এই জেলায় আমার সিনিয়র মন্ত্রী যিনি আছেন, আমি অবশ্যই তাঁর সাথে সকল বিষয়ে পরামর্শ করেই যা করার করবো।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জনপ্রতিনিধিদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। এই মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিও ভার্চুয়ালি সংযুক্ত হন।