প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০
ক্ষতিকর জেলি মেশানো ৩৬ লাখ টাকার ৯০ মণ চিংড়ি জব্দ
ক্ষতিকর জেলি মেশানো ৯০ মণ চিংড়ি জব্দ করেছে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড। ৩ মার্চ রোববার রাত সাড়ে তিনটার সময় অভিযান পরিচালনা করে চাঁদপুর হরিণা ফেরিঘাটে খুলনা থেকে চট্টগ্রামগামী বাস থেকে ৩ হাজার ৬শ’ কেজি (৯০ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
|আরো খবর
তিনি বলেন, শনিবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে হরিণা ফেরিঘাট এলাকার একটি পরিবহনের বাস হতে জেলিযুক্ত চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। পরবর্তীতে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে চিংড়ির মালিক দাবি করা কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ মোশারফ হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মোঃ শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এদিকে কোস্টগার্ড দপ্তর থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ কমান্ডার কাজী আকিব আরাফাত (এক্স), বিএনএ’র নেতৃত্বে চাঁদপুর জেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে চট্টগ্রামগামী ১টি বাস হতে ৩৬০০ কেজি (৯০ মণ) অবৈধ জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা। পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জেলিপুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।