প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
চাঁদপুর শহরে হচ্ছে দুই কালারের অটোবাইক : স্ট্যান্ডের বাইরে পার্কিং করলেই জরিমানা
চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরবাসীকে ব্যাটারিচালিত অটোবাইকের যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুর পৌর কর্তৃপক্ষ। জোড় সংখ্যার অটোবাইককে লাল রং এবং বেজোড় সংখ্যার অটোবাইককে সবুজ রং করা হচ্ছে। চাঁদপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহে এই কার্যক্রম চলছে। এখানে অটোবাইকের কাগজপত্র যাচাই-বাছাই শেষে নতুন নম্বর প্লেট, সার্টিফিকেট ও স্টিকার প্রদান শেষে জোড় ও বেজোড় সংখ্যা দেখে লাল-সবুজ রং করিয়ে নিচ্ছেন শ্রমিকরা।
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) বিকেলে সরজমিনে পৌর ঈদগাহে গিয়ে দেখা যায়, অটোবাইকের লম্বা লাইন। সারিবদ্ধ থেকে পেছনের অংশ লাল-সবুজ রং করার জন্যে অপেক্ষারত দেখা যায়।
চাঁদপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, পৌরসভায় ২ হাজার ৬২৬টি অটোবাইকের লাইসেন্স দেয়া আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি থেকে শুরু হয় এবং এ কাজ শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সারিবদ্ধভাবে শৃঙ্খলা রক্ষায় ঈদগাহে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রং করাসহ যাবতীয় কাজ করা হচ্ছে। যাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা।
'নিরাপদ সড়ক চাই' সংগঠক আকাশ বলেন, চাঁদপুর শহরের যানজট নিরসনে আমাদের সংগঠনের পক্ষ থেকে আগের দুই মেয়রকে পদক্ষেপ নেয়ার প্রস্তাব করেছিলাম। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বর্তমান পৌর প্রশাসককে অনেক ধন্যবাদ অবশেষে জনস্বার্থে এই উদ্যোগ নেয়ায়। এতে যানজট কমবে বলে আশাবাদী পৌরবাসী। তবে এই কার্যক্রমে যাতে শৃঙ্খলা থাকে সে দাবি জানাচ্ছি।
এদিকে চাঁদপুর অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, দুই কালার করার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। তবে পৃথক রংয়ের ইজিবাইককে একদিন করে বন্ধ না রেখে বরং প্রতিদিন দুই শিফটে চলাচলের জন্যে নির্ধারণ করে দেয়া যায় কিনা সেদিকে গুরুত্ব দেয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, শহরের ৩টি স্পটে অটোরিক্সা স্ট্যান্ড করা হবে এবং সবুজ রঙের ইজিবাইক বেজোড় তারিখে আর জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। শৃঙ্খলা রক্ষার্থে একদিনে দুই রংয়ের ইজিবাইক চলাচল রাখা হয়নি এবং এই উদ্যোগের কারণে অবৈধ কোনো ইজিবাইক শহরে চলাচল করতে পারবে না বলে আশা করছি।
তিনি আরো বলেন, একই তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা শহরের তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে। নির্দিষ্ট স্থানের মধ্যে রয়েছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে চলাচলকারী অটোবাইক মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের জন্যে বঙ্গবন্ধু সড়কের মোড়ে এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্যে নতুন বাজার-পুরাণবাজার সেতুর পুরাণবাজার অংশে অটোবাইকগুলো অবস্থান নেবে। নিয়মের বাইরে অবৈধ অটোবাইক পেলেই আইনি প্রক্রিয়ায় জেল জরিমানা করা হবে।