শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০

ইচলীঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মিজানুর রহমান ॥

চাঁদপুর শহরতলীর ইচলীঘাটে ডাকাতিয়া নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৭ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল গণির আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে ইচলীঘাট। ফরিদগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর উপজেলার হাজার হাজার মানুষ এখান দিয়ে নদী পথে যাতায়াত করতো। ডাকাতিয়া নদীর উপর দুই উপজেলার মানুষের নদী পারাপারের জন্যে একটি ব্রিজ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এলাকাবাসী। ইচলীতে ব্রিজ নির্মাণ করা হলে শহরের অর্ধেক যানজট কমে আসবে।

বক্তারা আরো বলেন, সদর উপজেলার ঢালীরঘাট, বাগাদী, মধ্য ইচলী, বালিয়া, ফরক্কাবাদ, সাপদী, রঘুনাথপুরসহ আশপাশের ১০ গ্রামবাসী ও স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের জন্যে একটি ব্রিজ জরুরি। তারা ব্রিজটি দ্রুত নির্মাণের জন্যে স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির কাছে বিনীত অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়