প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
শোকাবহ আগস্ট মাস ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় চাঁদপুরে কোভিড-১৯ পীড়িত দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের পাটওয়ারী বাড়িতে জনতা ব্যাংক লিমিটেড লোকাল অফিস ঢাকার মহাব্যবস্থাপক (জিএম) মোঃ শহীদুল হকের ব্যবস্থাপনায় অর্ধ-শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ব্যাংকের সিএসআর (কর্পোরেট স্যোশাল রেসপন্সিবিলিটি) ফান্ডের আওতায় প্রত্যেককে ১০দিনের পূর্ণ প্যাকেজে এই সহায়তা দেয়া হয়।
এ সময় জিএম শহীদুল হক বলেন, চলমান কোভিড অতিমারির ফলে মানুষের ‘জীবন ও জীবিকা’ অনিশ্চয়তার সম্মুখীন। দেশের অর্থনৈতিক কর্মকা-ও চাপের মুখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জনতা ব্যাংক দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সারাদেশেই ব্যাংকের এ কর্মসূচি চলছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী।
বিতরণকালে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক কো-অপারেটিভ শাখা চাঁদপুরের ব্যবস্থাপক ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক কে.এম. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও এরিয়া অফিসের সিনিয়র অফিসার মোঃ মাইনুদ্দিন রাকিব, যুগ্ম-সম্পাদক ও ফরিদগঞ্জ শাখার সিনিয়র অফিসার নোমান খান, দপ্তর সম্পাদক মারুফ জাকারিয়া, কো-অপারেটিভ শাখার সিনিয়র অফিসার শাহজাহান হারুন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, যতদিন এই মহামারি থাকবে ততদিন বিভিন্ন জেলায় জনতা ব্যাংকের পক্ষ হতে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।