প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
গতকাল ২৭ আগস্ট শুক্রবার চাঁদপুর জেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন ২৬৭ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪.৮৯ শতাংশ। এছাড়া এদিন নজরুল ইসলাম নামে সদর উপজেলার বহরিয়া রঘুনাথপুর গ্রামের করোনা পজিটিভ একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ২২৯।
নতুন শনাক্ত হওয়া ১৪ জন হচ্ছে : চাঁদপুর সদর ২, মতলব দক্ষিণ ৩ ও কচুয়ায় ৯ জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র থেকে আরো জানা যায়, গতকাল পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৪৩০০ জন। মোট আক্রান্তের মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছে ১৩১৪২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯৩০ জন।