প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০
২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার শুরুতে প্রারম্ভিক বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমিও আপনাদের মতো একজন সাংবাদিক, আমি আপনাদেরই একজন। কেন বলছি এটা? আমি যখন মাস্টার ডিগ্রি পড়ি, তখন আমি ময়মনসিংহ থেকে একটি পত্রিকা বের করতাম ‘জাহানে নও’। আমি তখন ঐ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলাম। শেখ হাবিবুর রহমান ছিলেন সম্পাদক। আমি কয়েকবছর এই পত্রিকাতে কাজ করেছিলাম। মিজানুর রহমান চৌধুরী ছিলেন তখন তথ্যমন্ত্রী। সে সময় তথ্যমন্ত্রী থেকে ২০ হাজার টাকা নিয়েছিলাম বিশেষ সংখ্যা বের করার জন্যে। এরপর আমি শিক্ষকতা জীবনে চলে আসলাম। যখন শিক্ষকতায় আসলাম, তখন থেকে বিভিন্ন পত্রিকায় কলাম লিখতাম। অবশ্য এখনো বিভিন্ন পত্রিকায় কলাম লিখি। তখন সরাসরি কলাম লিখেছিলাম। আমি সাধারণত জনকণ্ঠের ‘চতুরঙ্গ’ বিভাগে অর্থনৈতিক ও রাজনৈতিক কলাম লিখতাম। ইত্তেফাকে প্রচুর লিখেছি ছাত্রজীবন থেকে। এখনো বণিকবার্তা পত্রিকায় আমি কলাম লিখি এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের আমি একজন কন্ট্রিবিউটর।
তিনি বলেন, কলামিস্টরা সাধারণত সাংবাদিক হিসেবে গণ্য। তখনকার আমার লেখা কলামকে ভিত্তি করে এখন পর্যন্ত ১৩টি সংকলন বই বের হয়েছে। এক একটা সংকলিত বই ৪শ’-৫শ’ পৃষ্ঠার। সর্বশেষ গত ক’দিন আগে আলোরঘর থেকে আমার একটি সংকলিত বই বের হয়েছে। নির্বাচিত কলাম থেকে বাছাই করে বইটি বের করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।