প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০
সদ্য প্রবাস ফেরত সুমন (৩৫)-এর লাশ উদ্ধারের ২ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়নি। ইতিমধ্যে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তসহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। সুমন কি হত্যার শিকার হয়েছে, নাকি শুধুই আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে। এর আগে গত ২৪ আগস্ট দুপুরে সুমনের লাশ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দেশগাঁও গ্রামের সিংহের বাড়ির আবদুল মতিনের ৬ সন্তানের মধ্যে ৩য় সন্তান।
সুমনের পারিবারিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ১ যুগ পর ওমান থেকে সম্প্রতি দেশে আসে সুমন। বিয়ের জন্যে পরিবার পাত্রী দেখা শুরু করে। এরই মধ্যে গত ২৩ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাকা ঘাটলায় সুমনকে বসে থাকতে দেখেছে পরিবারের সদস্যরা। পরের দিন ২৪ আগস্ট সুমনদের বাড়ির পাশে ডাঃ নূরুল আমিনের বাগানে সুমনের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আলামত (পায়ের জুতা, ফাঁস দেয়া রশি)সহ সুমনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, সুমন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো কোনো ঘটনা তাদের পরিবারে ঘটেনি। তবে ঘটনা যা-ই ঘটুক তারা সঠিক তদন্ত দাবি করেছেন।
সুমনের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি উল্লেখ করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, আমরা সাথে সাথে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। আর একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।