প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০
আজ শুক্রবার (২৭ আগস্ট) জুমার নামাজ পড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে কচুয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম। জুমার নামাজে ইমামতি করবেন বিধি মোতাবেক নিয়োগকৃত পেশ ইমাম মাওঃ মোঃ গোলাম কিবরিয়া। ২৫ আগস্ট বুধবার মসজিদ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদ পরিচালনা কমিটির নিকট মসজিদটি হস্তান্তর করেন। মসজিদটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান নিশ্চিত করেছেন।
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে গত ১০ জুলাই প্রথম পর্যায়ের ৫০টি মসজিদের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তন্মধ্যে কচুয়া উপজেলার মসজিদটিও ছিলো।