প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা খুবই জরুরি। কেননা, বঙ্গবন্ধুকে জানলেই তরুণ প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ঢাকা কলেজের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও তার শিক্ষা দর্শন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে বঙ্গবন্ধুকে আরও বেশি জানতে হবে। তাই বঙ্গবন্ধুর লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়াচীন’ ও ‘কারাগারের রোজনামচা’ বই তিনটি সমান গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুকে জানলেই তরুণ প্রজন্ম ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রকৃত ইতিহাস জানতে পারবে।
তিনি আরও বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। বঙ্গবন্ধু আমাদের যে রাষ্ট্রীয় নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, আমরা ঠিক সেই বৈষম্যহীন ক্ষুধা-দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিচ্ছি। আমাদের বাতিঘর বঙ্গবন্ধু। তার দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি। এটি শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, বরং প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর দেখানো পথে আমরা এগিয়ে চলছি।
এ সময় তিনি ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিনামূল্যে প্রদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে জানার ক্ষেত্রে একটি বড় উদ্যোগ ঢাকা কলেজ নিয়েছে, সেটি হলো বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা এবং তার ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা। ঢাকা কলেজের এ উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটি চালিয়ে নেওয়া দরকার।
সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, জাতীয় শোক দিবস-২০২১ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইদ্রিস হাওলাদার, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড.আব্দুল কুদ্দুস শিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ঢাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকরা। সূত্র : ঢাকা পোস্ট।