প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর ও ফরিদগঞ্জে হবে ৫টি জানাজা
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার জানাজা ঢাকার নিউ ইস্কাটনে শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি রোববার চাঁদপুর ও ফরিদগঞ্জে ৫টি জানাজা অনুষ্ঠিত হবে।
রোববার সকাল ১০টায় বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠে, ১১টায় হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে, বাদ জোহর ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল ৩টায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে এবং সর্বশেষ মরহুমের নিজ বাড়ি কাউনিয়া ভূঁইয়া বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।