প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ঢাকায় হয়েছে প্রথম জানাজা
চাঁদপুরে-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়ার প্রথম জানাজা ইস্কাটন গার্ডেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন পিএসসির সদস্য মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, সাবেক সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান কবির, সাংবাদিক ফরিদ আহমেদ রিপন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন এবং চাঁদপুর জেলা সমিতি ও ফরিদগঞ্জ উপজেলা সমিতির নেতৃবৃন্দ।