রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুরে হোন্ডা কোম্পানির ১৭৭তম আবির হোন্ডা শোরুম উদ্বোধন

চাঁদপুর কণ্ঠ রিপোর্টার ॥
চাঁদপুরে হোন্ডা কোম্পানির ১৭৭তম আবির হোন্ডা শোরুম উদ্বোধন

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় হোন্ডা কোম্পানির ১৭৭তম আবির হোন্ডা শোরুমের শুভ উদ্বোধন হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ফিতা ও কেক কাটার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে শোরুমের উদ্বোধন করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সিইও সিগেরু মাৎসুজাকি। এ সময় তিনি বলেন, হোন্ডা পৃথিবীর একটি অন্যতম ব্যান্ড। আমি এটিকে শুধু ব্যবসা হিসেবেই নয়, প্রতিদিনের চলার সাথী হিসেবেই বিবেচনা করে থাকি। তাই এটি সুন্দর ডিজাইন, নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয়ী হিসেবে তৈরি করা হয়েছে। এছাড়া হোন্ডা কোম্পানি ব্যবসা পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখছে। আমি প্রত্যাশা করছি চাঁদপুরে আবির হোন্ডা সফলতার সাথে ব্যবসা করবে।

সাব স্যাকশন হেড (ডিলার ডেভলপমেন্ট) মোঃ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সিএমও শাহ মোঃ আশিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, হোন্ডা কোম্পানির চট্টগ্রাম বিভাগীয় রিজিওয়াল ম্যানেজার (সেলস) আবুল কালাম, রিজিওয়াল ম্যানেজার (প্রোডাক্ট) আরাফাত রহমান, কোম্পানীর নোয়াখালীর চৌমুহনীর ডিলার রহমান মোটর্সের স্বত্বাধিকারী নূরুর রহমান, আবির হোন্ডা শোরুমের ডিলার আবির পাটওয়ারী ও শুভ পাটওয়ারী।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওমর পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস ও যুবলীগ নেতা আবু পাটওয়ারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘ ৭৫ বছর দৈনন্দিন কাজের চাহিদা পূর্ণ করছে হোন্ডা কোম্পানি। হোন্ডা ফোরএস চালু করেছে। সেলস থেকে শুরু করে সেফটির বিষয়টি মাথায় রেখে কাজ করছে হোন্ডা কোম্পানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়