প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত
২৮ জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ারের সঞ্চালনায় উক্ত সভায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার (ভূমি) এবং অংশীজনসহ রাজস্ব শাখা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে ভূমি উন্নয়ন কর আদায় ও দাবি, নামজারি, মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার ইত্যাদি বিষয় আলোচিত হয় এবং করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।