রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বিএনপির কারাবন্দি নেতৃবৃন্দ ফুলে ফুলে সিক্ত

প্রয়োজনে সারাজীবন কারাবরণ করবো তবুও সরকারবিরোধী আন্দোলন চলবে

----এমএ হান্নান

প্রবীর চক্রবর্তী ॥
প্রয়োজনে সারাজীবন কারাবরণ করবো তবুও সরকারবিরোধী আন্দোলন চলবে

বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকালে নির্বাচন-পূর্ব ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের কারাবন্দি-নির্যাতিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রায় অর্ধশত নেতা-কর্মীকে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, মোঃ মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ ও আব্দুল খালেক, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী ও যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

সভাপতির বক্তব্যে এমএ হান্নান বলেন, বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদের উপর দমন-নিপীড়ন চালিয়েছে। আমাদের নানা প্রলোভন দেখিয়ে বিএনপি থেকে বিচ্যুত করতে চেয়েছে। কিন্তু আমাদের কাউকেই টলাতে পারেনি। কারাবন্দি অবস্থায় ফরিদগঞ্জ উপজেলার আপামর জনসাধারণ আমাদের পাশে ছিলেন। ফলে সরকারের ড্যামি নির্বাচনে তারা ভোট দিতে যায়নি।

তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা এক ও অভিন্ন। যদিও কিছু কিছু দুষ্কৃতকারী নানা চেষ্টা করেছে। কিন্তু আমরা তাদের চিনি। প্রয়োজনে সারারজীবন কারাবরণ করবো, তবুও আমাদের সরকারবিরোধী আন্দোলন চলবে। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিবো, তবু বিএনপি ছাড়বো না, আর আওয়ামী লীগ করার প্রশ্নই উঠে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম নজু, মহসীন মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, যুবদলের সাবেক সদস্য সচিব আঃ মতিন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর হোসেন, সদস্য সচিব আবু ইউছুফ শাওন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক পিংকু কাজী, সদস্য সচিব জিয়া, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মফিজ, সদস্য সচিব ইউনুছ বেপারীসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী।

এর আগে আয়োজকরা ২৮ অক্টোবরসহ নির্বাচনপূর্ব ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান ও অন্য অর্ধশত নেতৃবৃন্দকে ফুলে ফুলে সিক্ত করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন নেতৃবৃন্দ কারাবন্দি নেতাদের সংবর্ধনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়