প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
অঙ্গীকার ক্রীড়া চক্রের কমিটি গঠন
সভাপতি কামরুল সম্পাদক পলাশ সাংগঠনিক ওয়ালিদ
চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অঙ্গীকার ক্রীড়া চক্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৫ জানুয়ারি সন্ধ্যায় অঙ্গীকার ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক পলাশ কুমার সোমের পরিচালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বক্তব্য রাখেন। সভায় সকলের মতামতের উপর ভিত্তি করে ২০২৪-২০২৬ সালের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংবাদকর্মী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ক্রিকেটার পলাশ কুমার সোম ও সাংগঠনিক সম্পাদক পদে ওয়ালিদ বিন মাহমুদ নিযুক্ত হন। এছাড়া আগামী ৩ বছরের জন্য উপদেষ্টামণ্ডলীও গঠন করা হয়। এতে রয়েছেন- চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম, চাঁদপুর জুয়েলারী ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নজির আহমেদ, চাঁদপুরের কৃতি সন্তান পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কালাম, বাপসার সভাপতি সুলতান মাহমুদ, বাপসার সাধারণ সম্পাদক এম.এ. কুদ্দুস রোকন, বাপসার অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল।