রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক ॥ কারেন্ট জালসহ জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার ॥
মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক ॥ কারেন্ট জালসহ জাটকা জব্দ

হাইমচর উপজেলায় মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে ১ লাখ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৮৫ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা টাস্কফোর্স। এ সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে।

২৮ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুস ছাত্তার।

সন্ধ্যায় অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ জানান, উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সম্মিলিত অভিযানে ১ লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৮৫ কেজি জাটকা জব্দ করা হয়। নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে জাটকা আহরণ করার দায়ে ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

জব্দকৃত কারেন্টজাল হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার অনুমতিক্রমে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত জাটকা স্থানীয় দুটি এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

সম্মিলিত অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের সিসি মোঃ এমদাদুল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়