প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্যাপ্টেন জহিরুল হক পাঠানের কবরে পুষ্পস্তবক অর্পণ
মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, পাঠান বাহিনীর প্রধান ও মুক্তিফৌজ বাহিনীর প্রতিষ্ঠাতা অনারারী ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক পাঠানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। রোববার বিকেলে তিনি হাজীগঞ্জের অলিপুর পাঠান বাড়ির সামনে মরহুমের পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সুরা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছানাউল্যাহ্ খান, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান প্রমুখ। এরপর ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরীসহ অন্যরা সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক পাঠানের বাড়িতে গিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে মরহুমের স্ত্রী ও কন্যাদের সান্ত¡Íনা প্রদান করেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা অনারারী ক্যাপ্টেন জহিরুল হক পাঠানের অধীনে ১৯৭১ সালে অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও তাঁর স্বামী হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডঃ তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ট্রেনিং গ্রহণ করেছিলেন।