প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো হৃদয়ের
ফরিদগঞ্জের আষ্টা চৌরাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান হৃদয় নামের এক ছেলে করুণভাবে প্রাণ হারিয়েছে। ২২ জানুয়ারি সোমবার বিকেলে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী হৃদয়ের এই প্রাণহানি ঘটে।
হৃদয়ের ফুফাতো ভাই ইব্রাহিম বলেন, হৃদয় মোটরসাইকেল ভাড়ায় চালাচ্ছিলো। আমরা শখ করে ৩ জন ওই মোটরসাইকেলে উঠি। পরে চৌরাস্তায় মোড় ঘুরানোর সময় অটোরিকশাটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে হৃদয় গাছের সাথে ধাক্কা খায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ দেখে স্থানীয়রা হৃদয়কে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে থাকা সিয়াম হোসেন বলেন, হৃদয় হচ্ছে ফরিদগঞ্জের শাশিয়ালী পাটওয়ারী বাড়ির ছেলে। সে শখের বশে ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছিলো। অসাবধানতাবশত এই দুর্ঘটনায় হৃদয় প্রাণ হারিয়েছে।