রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে এবার জনপ্রতিনিধি পরিচয়ে ডাকাতি

ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এবার ডাকাত দল ইউপি সদস্য পরিচয় দিয়ে এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি করেছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের বক্সি বাড়িতে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে পশ্চিম কাউনিয়া গ্রামের বক্সি বাড়ির সেনা সদস্য ফারুক হোসেনের ঘরে ডাকাত দল স্থানীয় মেম্বার তথা ইউপি সদস্য এসেছেন বলে দরজা খুলতে বলে। ফারুক হোসেনের পিতা আবুল কালাম সরল বিশ্বাসে দরজা খুলে দিলে ডাকাত দলের তিন সদস্য দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবুল কালাম ও তার স্ত্রীর হাত-পা বেঁেধ ফেলে। পরে ঘরে থাকা আলমিরা ও শোকেচের তালা ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল এবং নগদ ৪ লক্ষাধিক টাকা নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময়ে বাইরে থেকে দরজার সিটিকিনি আটকিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়