প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী
চাঁদপুর জেলা বিএনপির মিলাদ ও আলোচনা সভা
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চাঁদপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার ১৯ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দেশ ও জাতি গঠনে তার অবদান অনন্য। দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জিয়ার নাম গাঁথা রয়েছে। তাঁর আদর্শের সৈনিকরা হামলা মামলা, গ্রেফতার, কারানির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রামে রয়েছে। গণতন্ত্রের লড়াই সংগ্রামের অবশ্যই বিজয় হবে। সেই দিন বেশি দূরে নয় এদেশে আবার নির্বাচন হবে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, মোঃ সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসেন প্রমুখ। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় খোলেনি। এই কর্মসূচিকে ঘিরে অনেকদিন পর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিলো।