প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
নির্বাচনোত্তর হানাহানি বন্ধের নিদের্শনা দিয়ে ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতির প্রেস বিজ্ঞপ্তি
ফরিদগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর হানাহানি বন্ধের নিদের্শনা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের প্যাডে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকদের জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে কোনোপ্রকার সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্যে সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। তাই সকল বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিবেদিত হয়ে কাজ করার জন্য অনুরোধ করা হলো।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, যেখানে আমাদের দলের সভাপতি নির্দেশনা দিয়েছেন হানাহানি বা অন্তঃকলহ বন্ধ করার জন্যে, সেখানে আমাদের ফরিদগঞ্জে যেন এসব না হয় এজন্যে আমি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছি। আশা করছি দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থক দলের সভাপতির আদেশ মেনে চলবেন।