রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

৯ দিন পর মারা গেলেন হাজীগঞ্জের সেই সামাদ

কামরুজ্জামান টুটুল ॥
৯ দিন পর মারা গেলেন হাজীগঞ্জের সেই সামাদ

বন্ধু আর রাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে বেড়াতে রওনা দেন মোঃ সামাদ (৪০)। তিনি নিজে আর আরেক সহযোদ্ধাসহ মিলিয়ে দুই জন রওনা দেন এক মোটরসাইকেলে, বাকিরা মাইক্রোবাসে। হাজীগঞ্জ থেকে চট্টগ্রামে এক রোগী দেখে কক্সবাজারে একত্রিত হবেন সবাই। চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পতিত হয় সামাদকে বহনকারী মোটরসাইকেলটি। এতে সামাদের মাথা অনেকটাই থেতলে যায়। ঘটনাটি গত ৯ দিন আগের অর্থাৎ চলতি মাসের ১০ জানুয়ারির। পুরো ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন সামাদ। এতে করে সামাদের এলাকায় নেমে আসে শোকের ছায়া।

সামাদ হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজিরগাঁও প্রধানীয়া বাড়ির মোবারক প্রধানীয়ার ছেলে। সামাদ দুই পুত্র সন্তানের জনক ও উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনসহ অন্যরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সামাদরা কক্সবাজার বেড়াতে যাবে পরিকল্পনা করে। সেই আলোকে গত ১০ জানুয়ারি এক মাইক্রোতে করে ৮ জন আর সামাদ ও তার অন্য বন্ধু স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন মোটরসাইকেলযোগে চট্টগ্রাম রওনা দেন। জসিমের অসুস্থ আত্মীয়কে চট্টগ্রামে দেখে কক্সবাজারে পোঁছে সবাই একত্রিত হবে। সামাদ আর জসিম চট্টগ্রামে পৌঁছার আগে চৌদ্দগ্রামে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। এর পরে গত ৯ দিন একাধিক হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ জানান, সামাদের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। উনার পরিবার থেকে এ বিষয়ে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়