রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন আজ

চাঁদপুর জেলা বিএনপির কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥
জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন আজ

সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মনসুর রহমান। তাঁর জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বাদ আসর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম বলেন, ‘আমরা মহান এই নেতার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে জেলা বিএনপির পক্ষ থেকে কর্মসূচি হাতে নিয়েছি। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা ‘স্বাধীনতার ঘোষক’, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’, ‘আধুনিক বাংলাদেশের রূপকার’ জিয়াউর রহমানকে স্মরণ করবে নানা কর্মসূচির মধ্য দিয়ে। উক্ত কর্মসূচিতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে আলোচনায় আসেন তিনি। মুক্তিযুদ্ধ পরিচালনাকারী প্রবাসী বাংলাদেশ সরকার তাকে ‘জেড’ ফোর্সের অধিনায়ক এবং সেক্টর কমান্ডার নিয়োগ করে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর নানা ঘটনাচক্রে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। সেনাবাহিনীতে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্যে ওই বছরের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্যে তিনি নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। পরে হন রাষ্ট্রপতি।

রাষ্ট্র ক্ষমতায় থাকার সময়ই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থাতে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা বিদ্রোহে নিহত হন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়