প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
ওমরাহ হজ করতে
সস্ত্রীক সৌদি আরব গেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি
পবিত্র ওমরাহ হজ পালনের জন্যে সস্ত্রীক সৌদি আরব গেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি গতকাল বুধবার দিবাগত রাত (১৮ জানুয়ারি) একটার সময় সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তাঁর ব্যক্তিগত সরকারী সাইদুর রহমান আরিফ এ তথ্য জানান। পবিত্র ওমরাহ হজ পালন শেষে তিনি আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। তিনি যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে ওমরা হজের কার্যক্রম সম্পাদন করতে পারেন সেজন্যে সবার দোয়া চেয়েছেন।