প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
চাঁদপুর প্রেসক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট (chandpurpressclub.com) উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। একই সাথে চাঁদপুর প্রেসক্লাবের মোবাইল অ্যাপস্ (https://play.google.com/store/apps/details?id=com.alhelaltech.onlinechandpur)ও চালু করা হয়।
এর আগে জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। একই সাথে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুর প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধনে আমি সাধুবাদ জানাই। স্মার্ট যুগে প্রেসক্লাব প্রবেশ করেছে। প্রেসক্লাবের সব কাজে জেলা প্রশাসন সাথে আছে ও থাকবে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়ে স্মার্ট যুগে প্রবেশ করছে। এ সময় চাঁদপুর প্রেসক্লাবের ওয়েবসাইট খুবই প্রয়োজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ চাঁদপুর প্রেসক্লাব সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি নেয়ায় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমনকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সর্বস্তরের সদস্যবৃন্দ।