রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

কচুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ক্ষতিগ্রস্ত

মোহাম্মদ মহিউদ্দিন ॥
কচুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ক্ষতিগ্রস্ত

কচুয়ায় অগ্নিকাণ্ডে ১টি বসতঘর ও ১টি রান্নাঘর পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার উপজেলার দোয়াটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে কামরুল হকের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ না থাকায় আশপাশের লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার পূর্বেই অগ্নিকাণ্ডে বসতঘর, রান্নাঘরসহ ঘরের মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের কামরুল জানান, আমি এবং বাবা মাঠের কৃষি জমিতে কাজ করতে যাই। আমার স্ত্রী পাশের বাড়িতে বাচ্চাদের আরবি পড়াতে যায়। হঠাৎ আশপাশের লোকজনের ডাক-চিৎকার শুনে এসে দেখি বসতঘরে আগুন জ্বলছে। কোনো কিছু বুঝে ওঠার আগে চোখের সামনেই বসতঘর ও রান্নাঘরটি পুড়ে যায়। এতে ঘরে থাকা মালামালের ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। স্ত্রী-সন্তানদের নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস ছাড়া আর কোনো উপায় নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব মজুমদার জয় অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার ও শীত বস্ত্র প্রদান করেন। কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মাহতাব মণ্ডল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়