রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

নির্বাচন ও শপথগ্রহণ পরবর্তী গণসংযোগ

ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় পরিণত করবো

------মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় পরিণত করবো

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান নির্বাচন ও শপথগ্রহণ পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন বাজারে জনগণের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার বাঘড়া বাজার, ধানুয়া বাজার, ভাটিয়ালপুর বাজারসহ বিভিন্ন বাজারে লোকজনের সাথে কুশল বিনিময়কালে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার উপর আস্থা রেখে আপনারা স্বাধীনতার প্রতীক নৌকা প্রতীকে ভোট দেয়ায় আপনাদের প্রতি কৃতজ্ঞ। বিগত ৫ বছর সুশৃঙ্খল উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আপনারা আবারো আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের ভোটের বিনিময়ে আমি আগামী ৫ বছরে আমার অসমাপ্ত কাজ শেষ করার সাথে সাথে ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে পরিণত করতে কাজ করবো। এই মেয়াদে ফরিদগঞ্জকে নিয়ে আমার কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করলে আমাদের ‘স্মার্ট ফরিদগঞ্জ’ পুরো দেশবাসীর কাছে পরিলক্ষিত হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই পরিকল্পিত উন্নয়ন অর্থাৎ যেই উন্নয়ন জনগণের উপকারে আসবে সেই ধরনের প্রকল্প গ্রহণে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে আমিও ফরিদগঞ্জবাসীর উপকারে আসবে এমন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবো।

এর আগে তিনি বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাঘড়া বাজারের অদূরে গৃহহীনদের তৈরি করা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের সুখ-দুঃখের কথা শোনেন। সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে তারা আজ বাস্তুচ্যুত থেকে ঘরের মালিক হয়েছেন বলে উল্লেখ করে তিনি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তাঁর সাথে আওয়ামী লীগ নেতা খাজে আহমদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জিএম হাচান তাবাচ্চুম, জাহাঙ্গীর পলোয়ান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ছাত্রলীগের কামরুল হাসান, আলী নেওয়াজ, হৃদয় গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়