রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৩ জন

অনলাইন ডেস্ক
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৩ জন

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে; এ সময়ে রোগটিতে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যেসব রোগী হাসপাতালে গেছে, তাদের মধ্যে ১৩ জন ভর্তি হয়েছে ঢাকা মহানগরে, বাকি ২০ জন চিকিৎসা নিচ্ছে ঢাকার বাইরে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৭ জন।

সব মিলিয়ে এ বছরের প্রথম ১৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৩ জন। তাদের মধ্যে ঢাকায় ২৬৪ জন এবং বাকি ৪৩৯ জন ঢাকার বাইরে ভর্তি হয়। আর নতুন বছরের প্রথম ১৫ দিনে ৭ জনের প্রাণ কেড়েছে এডিস মশাবাহিত রোগটি।

সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২১৫ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৯৮ জন ঢাকায় এবং ১১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।

তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। সূত্র : বিডিনিউজ ২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়