প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ. টি. এম. মোস্তফা কামাল।
অনুষ্ঠান পরিচালনা ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ. জেড. এম. রফিকুল হাসান রিপন। অডিট প্রতিবেদন পাঠ করেন সমিতির জেনারেল অডিটর অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম।
সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ বাবর বেপারী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র আইনজীবীসহ অন্য আইনজীবীগণ। সভায় সংগঠনের সভাপতি অ্যাডঃ এ. টি. এম. মোস্তফা কামাল আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪ উপলক্ষে তফসিল ঘোষণা করেন।