প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০
রিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন বলেছেন, আমাকে পরিকল্পনা প্রতিমন্ত্রী করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ও আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে নিয়ে আসছেন। পাকা রাস্তা দিয়ে প্রত্যেক বাড়িতে যাওয়া যায়, এমন কোনো বাড়ি নেই যেখানে বিদ্যুৎ নেই, বিদ্যালয়গুলোর অবকাঠামোর উন্নয়ন হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দল না থাকলে শক্তি থাকে না। দল না থাকলে সরকারের স্থায়িত্ব থাকে না। শুধু নেতা-কর্মী নয়, সাধারণ মানুষের সমর্থন-সহানুভূতি দলের প্রতি থাকতে হবে। সমর্থনের দিক থেকে সাধারণ মানুষ সংখ্যায় বেশি। নেতা-কর্মীদের দ্বারা সাধারণ মানুষ যেনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। বুধবার (২৫ আগস্ট) মতলব উত্তরের বাংলাবাজারে পথসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গজারিয়া-মতলব শুধু ব্রিজ নয়, এখান দিয়ে একটি অঞ্চলিক হাইওয়ে হবে। হাইওয়ে দিয়ে গজারিয়া-মতলব হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনি, চট্টগ্রাম, ভোলা, শরীয়তপুরের মানুষ আসা-যাওয়া করতে পারবে।
পথসভায় বক্তব্য রাখেন অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থান জিয়ারত সম্পন্ন করে উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং গার্ড অব অনার গ্রহণ করেন। পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে মতবিনিময় করেন।