রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

বাবুরহাটে সিএনজি অটোরিকশা-অটোবাইক-বাস সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ॥
বাবুরহাটে সিএনজি অটোরিকশা-অটোবাইক-বাস সংঘর্ষ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটে সিএনজি অটোরিকশা-অটোবাইক-বাস সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন আহত হয়েছে। রোববার সকাল ১১টায় বাবুরহাট বাজারের দক্ষিণে প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চাঁদপুরগামী জৈনপুর এক্সপ্রেস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা ও অটোবাইকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে বাসের কোনো ক্ষতি না হলেও সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

সিএনজিতে থাকা ৪ যাত্রী মারাত্মক আহত হন ও সিএনজি অটোরিকশার চালক গাড়ির ভেতরে আটকে যায়। প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ীদের চেষ্টায় চালককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। চালকের অবস্থা আশঙ্কাজনক।

এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে যানজটমুক্ত করে এবং ঘাতক বাস দুর্ঘটনা কবলিত সিএনজিকে জব্দ করে।

এ সময় বাজারের ব্যবসায়ীগণ বলেন, বাবুরহাট বাজার এলাকাটি খুবই ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু এখানে রাস্তার দুপাশে ও বাজারের প্রবেশমুখে এলোপাতারিভাবে ভ্রাম্যমাণ ভ্যানের দোকান, রিকশা, সিএনজি অটোরিকশা রাখার কারণে প্রতিনিয়ত যানজট ও ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলছে।

এছাড়াও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ছুটি হলে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে রাস্তা পারাপারের জন্য সড়কে গতিরোধক না থাকায় বেপোরোয়াভাবে গাড়ি চলাচল করছে।

যানজট নিরসন ও বিশৃঙ্খলা এড়াতে চাঁদপুর পুলিশ সুপার ও পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন বাবুরহাটবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়