প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। উভয়ের বয়স ২ বছর। নিহত আবু সাইদ মোঃ ইয়াছিন তালুকদারের ছেলে ও আবরার হোসাইন মহিন তালুকদারের ছেলে।
নিহত শিশুদের দাদা মকবুল হোসেন তালুকদার জানান, শনিবার বেলা ১১টার দিকে আমার নাতিরা (আবু সাঈদ ও আবরার হোসাইন) একসঙ্গে খেলছিল। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের মুখ পানির নিচে ডুবে থাকতে দেখা যায়। তাদের দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ ফাহিম রায়হান তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, শিশু দুটি পানিতে ডুবে মৃত্যুর খবর শুনেছি। ঘটনাটি দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।