রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর বিতর্ক একাডেমির মনোনীত প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা

বিমল চৌধুরী ॥
চাঁদপুর বিতর্ক একাডেমির মনোনীত প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা

চাঁদপুর বিতর্ক একাডেমি (সিডিএ)-এর আয়োজনে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে মনোনীত প্রশিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘যুক্তির বন্ধনে প্রজন্মের শৃঙ্খলা’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় সভাপ্রধান ছিলেন চাঁদপুর বিতর্ক একাডেমি (সিডিএ)-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০০৯ সাল থেকে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক কার্যক্রম শুরু করি, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তা এখন পর্যন্ত ধরে রাখতে চেষ্টা করছি। বৈশি^ক মহামারী করোনার কারণে এর কার্যক্রম অনেক ব্যাহত হয়। বিতর্ক কার্যক্রম শুরু করতে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছি। বুঝতে পেরেছি ভালো কাজে নিঃস্বার্থ ভালো মানুষের অভাব হয় না। অনেক ভালো মানুষ বিতর্ক কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করেছে। এর মধ্যে ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার কথা না বললেই নয়। যখন বুঝতে পেরেছি, শিক্ষার্থীগণ বিতর্কে অংশ নিতে অনেক আগ্রহী। আর অভিভাবকদেরও ইচ্ছে তাদের সন্তান বিতর্কে অংশগ্রহণ করুক। কিন্তু বিতর্কে অংশ নিলেই তো হবে না, তাদেরকে জানতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। কিন্তু চাঁদপুরে সেইভাবে কোনো প্রশিক্ষণ একাডেমি না থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে ২০১৮ সালে চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনে সম্পূর্ণ নতুনভাবে বিতর্ক একাডেমির কার্যক্রম শুরু করি। করোনার পরবর্তী সময় প্রাইমারি স্কুল পর্যায় থেকে শুরু করে কলেজ পর্যায় পর্যন্ত বাংলা এবং ইংরেজি বিতর্ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলে এতো সংখ্যক শিক্ষার্থী প্রশিক্ষণের জন্যে আবেদন করে, যাতে আমরা রীতিমত অবাক হয়ে যাই। প্রশিক্ষণার্থীদের সংখ্যা বেশি হওয়ায় আমাদের নির্ধারিত সময়সূচির পরও নতুন করে আবারো প্রশিক্ষণের তারিখ বাড়াতে হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীগণ বুঝতে পেরেছে শুধু ডিগ্রিধারী হলেই হবে না, জীবন-জীবিকার তাগিদে কর্মক্ষেত্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে কথা বলা শিখতে হবে যুক্তির মাধ্যমে। তারা বুঝতে পেরেছে, যে আসে বিতর্কে সে হারে না।

তিনি প্রশিক্ষকদের উদ্দেশ্য আরো বলেন, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং কোনোক্রমেই যেন প্রশিক্ষণের মানের ব্যত্যয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, জীবনে চলার পথে বিতর্ক প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। বিতর্ক কথা বলতে শেখায়, নিজের মাঝে লুকিয়ে থাকা জড়তাকে দূর করতে সহায়তা করে এবং ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠায় নিজের বিবেককে জাগ্রত করে।

সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর বিতর্ক একাডেমি (সিডিএ)-এর অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। মতবিনিময় করেন প্রশিক্ষক মাসুদুর রহমান, শাহ আলম খান, সামীম আহমেদ খান, মোহাম্মদ শওকত হোসেন, মোঃ আব্দুল খালেক মুন্সী, সৈকত অধিকারী ও মোহাম্মদ হানিফ।

বক্তারা বলেন, ভালো কিছু করতে হলে ভালো মানুষের প্রয়োজন। আজ চাঁদপুরে বিতর্কের যে অর্জন, তার পেছনে রয়েছে বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান কাজী শাহাদাত। তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন বলেই আজকে চাঁদপুরের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গায় নিজেদেরকে ভালো বির্তাকিক হিসেবে তুলে ধরতে পেরেছে। তারা আরা বলেন, আমরা যারা বিতর্ক একাডেমির সাথে সম্পৃক্ত রয়েছি, তারাসহ অন্যান্য সকলেই যদি আন্তরিকভাবে কাজ করি তাহলে চাঁদপুর বিতর্ক একাডেমি চাঁদপুরে এক মহীরূহ আকার ধারণ করবে, চাঁদপুর থেকে অনেক দক্ষ বিতার্কিকের সৃষ্টি হবে, যাদের দ্বারা চাঁদপুরের পরিচিতি আরো ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে দেশ ও দেশের বাইরে। তারা বলেন, ইংরেজি ভার্সনেও বিতর্ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে চাঁদপুর বিতর্ক একাডেমি, যা খুবই সাহসী একটি পদক্ষেপ। ইংরেজি বিতর্কের প্রশিক্ষণ দিতে গিয়ে দেখা গেছে, ইংরেজি উচ্চারণে ও বাক্যগঠনে অনেকের মাঝেই জড়তা রয়ে গেছে। এই জড়তাকে পাশ কাটাতে ইংরেজি বিতর্ক প্রশিক্ষণকে এগিয়ে নিয়ে যেতে হবে। সামাজিক অবক্ষয় থেকে সন্তানকে বের করে আনতে হলে বিতর্ক প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, বৈশি^ক মহামারী করোনার কারণে চাঁদপুর বিতর্ক একাডেমির কার্যক্রম তিন বছর বন্ধ থাকার পর তা আবার পুরো উদ্যমে আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে। ওইদিন বিকেল ৩টায় চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ ড্যাফোডিল স্কুল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়