রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

অসংখ্য নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
অসংখ্য নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি

জনতার দীপু মনি জনতার মাঝে। অসংখ্য জনতা তাঁকে একের পর এক ফুল দিয়ে ভালোবাসায় সিক্ত করলেন। শেখ হাসিনার সরকারের পর পর দুই মেয়াদে মন্ত্রী। শিক্ষামন্ত্রীর পর এবার সমাজকল্যাণমন্ত্রী। চাঁদপুর-হাইমচরবাসী যেনো নতুনভাবে পেলো তাদের প্রিয় নেত্রী প্রিয় অভিভাবককে। দলের অসংখ্য নেতা-কর্মী ছুটে এসেছে প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের প্রিয় নেত্রীকে অভিনন্দন জানাতে। মানুষের ঢল নেমেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। গতকাল সন্ধ্যায় ছিল এই দৃশ্য।

চাঁদপুর-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দীপু মনি গতকাল চাঁদপুর আসেন। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সমাজকল্যাণমন্ত্রী হওয়ার পরদিনই তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণের কাছে ছুটে আসেন। গতকাল বিকেলে প্রথমে তিনি সার্কিট হাউজে আসেন। সেখানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের উপস্থিতিতে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানেও বেশ কিছু নেতা-কর্মী মন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে আসেন। এরপর তিনি নতুন বাজার এলাকায় তাঁর বাসায় উঠেন। বাদ মাগরিব তিনি জেলা আওয়ামী লীগ অফিসে আসেন। তখন জেলা আওয়ামী লীগ অফিস এবং সামনে রাস্তায় দলের অসংখ্য নেতা-কর্মী। মন্ত্রী যখন জেলা আওয়ামী লীগ অফিসে আসেন তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে নেতা-কর্মীরা। তিনি অফিসের দোতলায় গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের সময় মন্ত্রী তাঁর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত হন। এরপর একে একে তাঁকে নেতা-কর্মীরা ফুল দিয়ে অভিনন্দন জানাতে থাকেন। চাঁদপুর সদর, পৌর ও হাইমচর উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের পক্ষ থেকে নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়