রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে আবারো ডাকাতি

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে আবারো ডাকাতি

‘আমরা পুলিশ কোনো কথা বলবি না’ এমনটি উচ্চারণ করে প্রবাসীর বাড়িতে থাকা বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। বুধবার (১০ জানুয়ারি) গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের হাজী বাড়ির সহিদ উল্যার বসতঘরে এ ঘটনা ঘটে। ডাকাতির সংবাদে স্থানীয় বিভিন্ন মসজিদে মাইকিং করেও ডাকাত দলের সদস্যদের আটক করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

ঘটনার শিকার সহিদ উল্যার শ্যালক মোঃ মনির হোসেন বলেন, আমার ভাগিনারা তিন জন প্রবাসে থাকে। তাই আমি বোনের বাড়িতে থাকি। প্রতিদিনের ন্যায় গত রাতেও ঘুমিয়ে পড়ি। রাত প্রায় ২টার সময় আমার কানে শব্দ আসে ‘আমরা পুলিশ, কোনো কথা বলবি না’। এরপর অস্ত্র ঠেকিয়ে মুখ, হাত-পা বেঁধে ফেলে তারা সবকিছু নিয়ে গেছে।

সহিদ উল্যার স্ত্রী মাজেদা বেগম লিলু জানান, রাতে আইনের লোক পরিচয় দিয়ে বাসায় ঢুকে ডাকাতরা। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আলমিরার চাবি নিয়ে যায় ডাকাতরা। এ সময় ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণের গহনা, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন লুট করে তারা।

তিনি আরো বলেন, ডাকাতরা চলে গেলে আমার ভাই হামাগুড়ি দিয়ে আমার কাছে আসলে একে অপরের বাঁধন খুলে বাইরে গিয়ে ডাকচিৎকার দিই। এ সময় ডাকাতদের ধরতে আমাদের মসজিদের মাইকে ঘোষণা করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা আসলে জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল দিলে পুলিশ এসে তদন্ত করে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাসান বলেন, বাড়িতে থাকা লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এলাকার কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা করেও ডাকাতদের ধরা যায়নি। শুনেছি, তারা নাকি এসে পুলিশের পরিচয় দিয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে পুলিশি টহল জোরদার করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে একই রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের ভূঁইয়া বাড়িতেও পুলিশ পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক সদস্যের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায়ও এখন পর্যন্ত মালামাল উদ্ধার বা কাউকে আটক করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়