শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০

বৃষ্টিতে চাঁদপুর শহরের কয়েকটি রাস্তার অবস্থা নাজুক ॥ চলাচলে প্রতিবন্ধকতা
বিমল চৌধুরী ॥

বিগত ক’দিনের বৃষ্টিতে চাঁদপুর শহরের কয়েকটি রাস্তায় নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। বিশেষ করে রিকশা-অটোবাইকে চলতে গেলে ভাঙ্গাচুরা রাস্তার অস্তিত্ব হাড়ে-হাড়ে টের পাওয়া যায়। বর্তমান সময় শহরের পুরাণবাজার, নতুনবাজারের কুমিল্লা রোড, মিজানুর রহমান চৌধুরী সড়ক, বাকালী পট্টি, মেরকাটিজ রোড, রয়েজ রোডসহ বিভিন্ন রাস্তাঘাট ঘুরলে পাকা রাস্তাঘাটের নাজুক অবস্থায় চোখে পড়ে। কয়েকদিনের অনবরত বৃষ্টির কারণে শহরের এ সকল রাস্তাঘাটের বিভিন্ন স্থানে দেখা দেয় গর্ত। বৃষ্টির পানি জমে যাওয়ার ফলে রাস্তার কাজে ব্যবহৃত ভিটুইমিন মিশ্রিত ছোট ছোট পাথর উঠে গিয়ে রাস্তায় এ ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। প্রথমে গর্তগুলো ছোট থাকলেও বৃষ্টির পানি জমে গিয়ে তা ধীরে ধীরে বড় হচ্ছে। অথচ এই অবস্থা শুরুর প্রাক্কালেই যদি সড়ক ও জনপথ বিভাগ বা পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো তা রোধ করা সম্ভব হতো। সময়মতো ব্যবস্থা না নেয়ার ফলেই মানুষকে এ সকল ক্ষত-বিক্ষত রাস্তায় দিয়ে চলতে গিয়ে হোঁচট খেতে হয়। অনেক সময় গর্তে পড়ে গিয়ে ছোট ছোট যানবাহন ক্ষতির শিকার হয়।

তবে এ সংবাদ লেখা পর্যন্ত শহরের ক্ষতিগ্রস্ত সড়কের কিছু কিছু অংশে বালু মিশ্রিত ইট-খোয়া দিয়ে সংস্কারের কাজ করতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়