শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০

তিন সাংবাদিক পাচ্ছেন মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের তিন গুণী সাংবাদিক পাচ্ছেন ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা।’ দৈনিক শপথের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ সম্মাননা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আগামীকাল বৃহস্পতিবার ২৬ আগস্ট দৈনিক শপথের বর্ষপূর্তি উপলক্ষে গুণী তিন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হবে। দিনটি উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে নানান কর্মসূচির আয়োজন করেছে দৈনিক শপথ কর্তৃপক্ষ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক কবি জাফর ওয়াজেদ। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন : দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

এ প্রসঙ্গে দৈনিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ বলেন, ২০১৯ সালের ২৬ আগস্ট শপথের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এর কিছুদিন পরেই পৃথিবীতে মহামারী করোনা হানা দেয়। করোনাকালে পৃথিবীর প্রায় সব কিছু স্থবির হয়ে পড়ে। তখনও শপথ মানুষের জন্যে কাজ করেছে। নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছে। তাই প্রথম বর্ষপূর্তি করা সম্ভব হয়নি। কিন্তু করোনা প্রাদুর্ভাব কমতে থাকায় দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিই। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা প্রতিবছর দুজনকে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা’ প্রদান করবো। তবে এর পরিধি আগামী বছর আরো প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক সওগাত সম্পাদক চাঁদপুরের গৌরব মোহাম্মদ নাসিরউদ্দীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ সম্মাননার নামকরণ করা হয়েছে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়