প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০
সদ্য নিযুক্ত পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম (মোহন) আজ ২৫ আগস্ট বুধবার দুদিনের সফরে চাঁদপুরে আসছেন। তিনি প্রথমদিন থাকবেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়। পরের দিন ২৬ আগস্ট চাঁদপুরে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান করবেন। এ বিষয়ে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবদুল আজিজ একটি অফিস আদেশ জারি করেছেন। বৃহস্পতিবার মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২৫ আগস্ট বুধবার সকাল ৮টায় ঢাকার সরকারি বাসভবন থেকে চাঁদপুর জেলার তাঁর নিজ উপজেলা মতলব উত্তরের উদ্দেশ্য রওনা করবেন। সাড়ে ১০টায় পশ্চিম গ্রামে নিজ বাড়িতে অবস্থান করবেন। বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন। ১২টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও দুপুর ২টায় মতলব দক্ষিণ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। ২টা ৩০ মিনিটে মতলব দক্ষিণ উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং সাড়ে ৩টায় মতলব দক্ষিণের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৪টায় চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা এবং ৫টায় চাঁদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন।
তিনি ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। ১২টার সময় চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জন্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন ও চাঁদপুর শহর রক্ষা বাঁধের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। ২টা ৩০ মিনিটে সার্কিট হাউজে চাঁদপুরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং বিকেল ৪টায় চাঁদপুর ত্যাগ করে ঢাকার সরকারি বাসভবনের উদ্দেশ্যে রওনা করবেন।
প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর ড. শামসুল আলমের চাঁদপুর ও মতলবে এটাই প্রথম সফর। গত ১৮ জুলাই তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।