প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোড সংলগ্ন মেঘনা নদীতে ২৩ আগস্ট সোমবার সকালে নবজাতকের লাশ ভেসে থাকতে দেখা যায়। শিশুটির অবস্থা দেখে অনুমান করা যায়, তার বয়স হয়তো ৪/৫ দিন হতে পারে। তবে নদীতে ভাসতে গিয়ে তার শরীর কিছুটা ফুলে উঠেছে। ধারণা করা হচ্ছে, কোনো নারী বা তার পরিবার লোক লজ্জা বা সামাজিকতার ভয়ে এ ধরনের নির্মম-নিষ্ঠুর কাজ করে থাকতে পারে। তারা তাদের ইচ্ছাতেই নদীতে লাশ ভাসিয়ে দেয়, যাতে কোনো জানাজানি বা অপবাদ না হয়।
নবজাতকের লাশ নদীতে ভাসছে এ সংবাদ শুনতে পেয়ে আশপাশের মানুষ তা দেখার জন্য ভিড় জমায়। এ সময় নারীদের মাঝে বলতে শোনা যায়, একটি সন্তানের জন্য কত মায়ের আহজারি। অথচ কত নিষ্ঠুর মা-বাবা হলে এভাবে সন্তানকে মেরে ফেলতে পারে।