শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

শতবর্ষী শিক্ষাগুরু ‘বিজয় স্যার’ আর বেঁচে নেই
মিজানুর রহমান ॥

চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, সর্বজনশ্রদ্ধেয় শতবর্ষী শিক্ষাগুরু বিজয় চন্দ্র দে (বিজয় স্যার) আর বেঁচে নেই।

তিনি ২৩ আগস্ট সোমবার সকাল পৌনে দশটায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০২ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫টার সময় ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়ির শ্মশান ঘাটে প্রয়াতের শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শ্রদ্ধাভাজন প্রিয় বিজয় স্যারের মৃত্যুর খবরে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ম-লী এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসী তাদের শেষ শ্রদ্ধা জানান।

বিজয় স্যারের ছোট ছেলে নন্দন চন্দ্র দে জানান, তার বাবা বার্ধক্যজনিত কারণে বাড়িতেই শয্যাশায়ী ছিলেন। সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান, তাদের প্রিয় বিজয় স্যার বিদ্যালয়ে ৩১ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ১৯৮৮ সালে অবসর গ্রহণ করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাঁকে অবসর দেয়নি, উপদেষ্টা হিসেবে নিযুক্ত রাখেন। শ্রদ্ধেয় বিজয় স্যার ভালো এবং নামকরা একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তাঁর বহু ছাত্র-ছাত্রী সমাজে এখন প্রতিষ্ঠিত।

সর্বজনশ্রদ্ধেয় বিজয় স্যারের মৃত্যুতে সকলের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়