প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ২৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন।
|আরো খবর
‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না’ এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে সচিব সভায় নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজকেও কথা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা প্রোগ্রাম ঠিক করছে- কীভাবে, যত তাড়াতাড়ি সম্ভব খোলা যায়। তারা আপনাদের সঙ্গে ব্রিফিংয়ে বসবে। কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে তা পাবলিকলি বলে দেবে।’ সূত্র : ঢাকা পোস্ট।