প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:০০
ক’দিন আগেও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট দুইশ’রও বেশি রোগী ভর্তি ছিলো। করোনা উপসর্গ ও পজিটিভ রোগী বাড়তে থাকায় হাসপাতালের অবস্থা ছিলো বেসামাল। কোরবানির ঈদের পর চাঁদপুরে করোনা পরিস্থিতি খুবই খারাপের দিকে যায়। পনর দিনেরও বেশি এমন ভয়াবহ পরিস্থিতির পর এখন পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। এখন আক্রান্ত রোগী এবং মৃত্যু কমে এসেছে, নেমে এসেছে অর্ধেকে।
সরজমিনে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে জানা যায়, ২য় ও ৩য় তলার দু’টি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগী রয়েছে ১০২ জন। মৃত্যু ২ জন। গতকাল ২২ আগস্ট তারিখে দৈনন্দিন রোগী ভর্তির লেখা চার্ট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে করোনায় মৃত্যু ও সংক্রমণের হারও কমতির দিকে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
বিশেষজ্ঞদের মতে, করোনা এখন অন্যান্য রোগের মতো একটি স্বাভাবিক রোগ। মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানলে আবার বাড়তেও পারে।