প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠনকল্পে আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে শাহআলম মিজিকে আহ্বায়ক, গোলাম মোস্তফাকে যুগ্ম আহ্বায়ক ও ফেরদৌস খানকে সদস্য সচিব করে পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২২ আগস্ট রোববার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল’ চেম্বারে জাতীয় পার্টির নেতা শাহআলম মিজির সভাপতিত্বে ও ফেরদৌস খানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ। আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, পল্লীবন্ধু পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন স্বপন, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, নবগঠিত পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বাদল হাওলাদার, জেলা জাতীয় যুব সংহতির সদস্য মোঃ জাকারিয়া হান্নান, জেলা শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক জসিম শেখ, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আরিফ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে পৌর জাতীয় পার্টির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি নিম্নরূপ : আহ্বায়ক মোঃ শাহ আলম মিজি, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা ও বাদল হাওলাদার এবং সদস্য সচিব ফেরদৌস খান। বাকি সদস্যদের নাম পরর্বতীতে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।