প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:০০
কচুয়ায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরিপুর-হাজীগঞ্জ ভায়া কচুয়া সড়কের ঘাগড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ঘ ৫৪৬৩) নম্বরের যাত্রীবাহী সুরমা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খালে পড়ে যায়। এতে অন্তত ১২জন যাত্রী আহত হয়েছে।
আহতদের মধ্যে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় উপজেলার নলুয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ইসরাত (৭), তোয়াবপুর গ্রামের তোয়াব আলী ছেলে আবুল বাসার (৬০), পিলগিরি গ্রামের ইয়াসিনের স্ত্রী খাদিজা (৩১), কালচোঁ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৬২), হোমনা থানার লতিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাছির উদ্দিন (২০) ও অলি উল্লাহ ছেলে সালাউদ্দিন (২২)। বাকিরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা বাস ঘাগড়া নামক স্থানে পৌঁছলে রামগঞ্জ থেকে ছেড়ে আসা বিপরীতমুখী বিআরটিসি বাসটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাসে আটকে পড়া ২০-২৫জন যাত্রীকে উদ্ধার করে। আহত ১০জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ রোডের সুরমা বাস চালক সুমন ও আবু মিয়া জানান, বিআরটিসি বাসের চালকরা এই রোডে চলাচলকারী সুরমা বাসসহ বিভিন্ন গাড়ি দেখামাত্র পুরো রাস্তা দখল করে চাপ দেয়। এতে সাইড নিতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বাসগুলোকে। তারা একরোখা হয়ে সড়কে বাস চালিয়ে আসছে। প্রতিবাদ জানালে তারা সরকারি বাসের চালক বলে হুমকি দেয়।
কচুয়া সুরমা বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম সওদাগর জানান, বিআরটিসি বাস এই রাস্তায় চলাচলের পর থেকেই আমাদের সুরমা বাস ঘন ঘন দুর্ঘটনা কবলিত হচ্ছে। বিশেষ করে তাদের বাসগুলো আমাদের বাসগুলোর তুলনায় বড় হওয়ায় বিভিন্ন মোড়ে সাইড দিতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। অচিরেই বিআরটিসি বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবো।
কচুয়া ফায়ারস্টেশন কর্মকর্তা মোঃ রুবেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেই।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বাসের ভেতরে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কেউ মারা যায়নি। বাসটি খাল থেকে তোলার কার্যক্রম চলছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে।