প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে গত দুদিনে ১২৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে শুক্রবার শনাক্ত হয় ৫৩ জনের, আর গতকাল শনিবার শনাক্ত হয় ৭০ জনের। শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। শনাক্তের হার ২৮.১৯ শতাংশ। এছাড়া এদিন ১৯৯ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এদিন শনাক্ত হওয়া ৫৩ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হলো : চাঁদপুর সদর ৩, হাইমচর ১২, ফরিদগঞ্জ ৪, হাজীগঞ্জ ১১, মতলব দক্ষিণ ১, শাহরাস্তি ১২ ও কচুয়া উপজেলায় ১০ জন।
গতকাল শনিবার ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৯.৮৩ শতাংশ। এছাড়া এদিন ২২১ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। গতকাল শনাক্ত হওয়া ৭০ জন হচ্ছে : চাঁদপুর সদর ৩৩, হাইমচর ১, ফরিদগঞ্জ ১৩, হাজীগঞ্জ ২, মতলব উত্তর ১১, শাহরাস্তি ২ ও কচুয়া উপজেলায় ৮ জন। গতকাল পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৪০৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২১২৩ জন। মারা গেছেন এ পর্যন্ত ২২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬৮৯ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।