প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪ নং ওয়ার্ডস্থ শিলন্দিয়া ও দাসদীতে গত ক’দিনে ৩টি গরু চুরি হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন কৃষক ও গরুর খামারিগণ।
জানা গেছে, গত ১৬ আগস্ট সোমবার দাসদীতে ১টি ও ১৭ আগস্ট মঙ্গলবার গভীর রাতে শিলন্দিয়ায় ২টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া দাসদীর গরুর মালিক কালু গাজীর প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ও শিলন্দিয়ার রিপন মিজি ও তার ভাই স্বপন মিজির প্রায় ৩ লক্ষাধিক টাকার ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
শিলন্দিয়ায় চুরি হওয়া গরুর মালিক রিপন মিজি জানান, তার ভাই রাতে শব্দ পেয়ে উঠে দেখেন তাদের গরু চোরের দল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে চোরের দল তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে পুকুরে ফেলে দিয়ে গরু নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত ড্রাম ও দেশীয় অস্ত্রসামগ্রী রেখে যায়। এর আগে প্রায় ৩ মাস পূর্বে তাদের ২ লক্ষাধিক টাকার আরও একটি গরু চুরি হয়েছে বলে তারা জানান। আগের চুরি হওয়া গরুটির বিষয়ে তারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।
এ চুরির ঘটনায় অনেকেই তাদের গরু চুরির হাত থেকে রক্ষা পেতে গরুর সঙ্গে গোয়াল ঘরেই নির্ঘুম রাত্রি পার করছেন বলে জানা গেছে।