প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
হাইমচরে ২১ আগস্টের স্মরণ সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ
হাইমচরবাসী ধন্য তাদের সন্তান রক্ত দিয়ে আমাদের প্রিয় নেত্রীকে রক্ষা করেছে
২১ আগস্ট শোক দিবস উপলক্ষে হাইমচরে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ শোক দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল ২১ আগস্ট শনিবার বিকেলে হাইমচর উপজেলা আলগী বাজারে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল কুদ্দুছ পাটওয়ারীর কবরের পাশে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে গ্রেনেড হামলায় নিহত শহীদ কুদ্দুছ পাটোয়ারীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, হাইমচর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দীর পক্ষেও কুদ্দুছ পাটওয়ারীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং গরিব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।
তিনি তার বক্তব্যে বলেন, হাইমচরবাসী ধন্য যে তাদের সন্তান রক্ত দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রীকে রক্ষা করেছেন। তাই আপনাদেরকে সমবেদনা ও সম্মান জানানোর জন্যে আমাদের এখানে আসা। তিনি বলেন, '৭৫ থেকে ২০২১। এই ৪৭ বছরের পথ পরিক্রমায় অনেক চড়াই-উৎরাই আমাদের সহ্য করতে হয়েছে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। করোনাকালীন মহামারীতেও তিনি দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন।
নির্মল গুহ বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে কলঙ্কিত ধারার সূচনা হয়েছিল, ২০০৪ সালের ২১ আগস্ট সেই ধারার আরেকটি বর্বরোচিত বহিঃপ্রকাশ। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্যে সেদিন এই গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। এর সাথে যারা জড়িত তাদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জন্যে তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভেদাভেদ ভুলে গিয়ে দলকে ঐক্যবদ্ধ এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই কুদ্দুছ পাটওয়ারীর বিদেহী আত্মা শান্তি পাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, সালেহ মোঃ টুটুল, আলহাজ্ব কামরুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশে^র চৌধুরী, একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কেন্দ্রীয় উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিসান মাহমুদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জাকির হোসেন মারুফ, শহীদ কুদ্দুছ পাটওয়ারীর বড় ভাই হুমায়ুন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা, জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন উজ্জ্বল, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আঃ ছাত্তার গাজী প্রমুখ। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ, হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং চাঁদপুর থেকে আগত দলের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। কুদ্দুছ পাটোয়ারীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।