শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামীকাল শনিবার চট্টগ্রামে বিভাগীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকাতে খেলবে চাঁদপুর জেলা ফুটবল দল। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি দলের সাথে লড়বে চাঁদপুর জেলা দল।

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের বালক দলের খেলায় খাগড়াছড়ি দলের সাথে লড়বে চাঁদপুর জেলার বালক দল।

অপরদিকে সকাল ১১টায় একই ভেন্যুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলের বালিকা দলের খেলায় খাগড়াছড়ি দলের সাথে লড়বে চাঁদপুর জেলা বালিকা দল।

বিভাগীয় পর্যায়ে জেলা দল গঠনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী।

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামের সাথে গতকাল রাতে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, জেলার ৮ উপজেলার দলগুলো থেকে বালক-বালিকা দলের খেলোয়াড় বাছাই করে জেলা দল গঠন করা হয়েছে। আমরা জেলাবাসীর কাছে দোয়া চাই যেনো বিভাগীয় পর্যায়ে জয়ী হয়ে মূল পর্বে খেলার সুযোগ পাই।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ মুজিব জাতীয় গোল্ডাকাপ বালক-বালিকা দলের খেলাগুলো চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা পর্যায়ে বালকে ফরিদগঞ্জ উপজেলা এবং বালিকাতে চাঁদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়